• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশে আসছেন আতিফ আসলাম


বিনোদন প্রতিবেদক মার্চ ২৯, ২০২৪, ০৮:০৩ পিএম
বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

ঢাকা: আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেলে এক ফেসবুক পোস্টে এই গায়ক লিখেছেন, ‘শিগগিরই দেখা হচ্ছে বাংলাদেশ।’

আগামী ১৮ ও ১৯ এপ্রিল ‘লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’–এ গাওয়ার কথা রয়েছে আতিফ আসলামের। উৎসবটি আয়োজন করছে লেটস ভাইব ও ব্লুজ কমিউনিকেশন।

তবে আতিফ আসলামের বিষয়ে এখনই কথা বলতে নারাজ আয়োজকেরা, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তারা। এই উৎসবে আতিফ আসলাম ছাড়াও দেশি-বিদেশি তারকা শিল্পীদের থাকার কথা রয়েছে।

২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে ক্যারিয়ার শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষাতেও গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম।

২০১১ সালে পাকিস্তানি ‘বোল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আতিফ অভিনয়জীবন শুরু করেন।

এআর

Wordbridge School
Link copied!