• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘নিয়তির কাছে সকলেই হার মানে’


বিনোদন প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৪, ০২:৩৩ পিএম
‘নিয়তির কাছে সকলেই হার মানে’

ঢাকা: দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। আজ সোমবার ভোর ৩টা ৫৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এরইমধ্যে ঢাকার শহীদবাগে অভিনেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি বরগুনায়। সেখানেই সমাহিত হবেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

এদিকে, গুণী অভিনেতা রুমির মৃত্যুতে শোকে স্তব্ধ শোবিজপাড়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন তার ভক্ত ও দীর্ঘদিনের সহকর্মীরা।

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ভেবেছিলাম একটু সুস্থ হয়ে ওঠেন, আপনাকে দেখতে যাব। আর দেখা হলো না। এ কেমন বিদায় রুমি ভাই! নিয়তির কাছে সকলেই হার মানে, মানতে হয়; তবে আপনি একটু তাড়াতাড়িই চলে গেলেন। অন্যলোকে শান্তিতে থাকুন রুমি ভাই। শ্রদ্ধা ও ভালোবাসা।’

জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি ভাই কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তার জন্য দোয়া করবেন।’

প্রচার-চলতি ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ নাটকে পর্দা ভাগাভাগি করেছেন ফারুক আহমেদ ও অলিউল হক রুমি। অভিনেতার প্রয়াণে শোকগ্রস্ত ফারুক আহমেদ লিখেছেন, ‘হায় রুমি!’

ফারজানা চুমকি লিখেছেন, ‘রুমি ভাই শেষ পর্যন্ত চলেই গেলেন। ভালো থাকবেন ওপারে। আমার জন্মদিনের প্রথম যে ফোনটি আসত সেটা আপনার ফোন। সেই কলটি আর আসবে না। সাব্বিরের সঙ্গে কত অভিমান কে করবে রুমি ভাই। ক্ষমা করেন ভাই।’

অভিনেতার স্মরণে শাহনাজ খুশি লিখেছেন, ‘চলে গেলেন রুমি ভাই! মৃত্যুটা কত সহজ, জীবনটাই অনেক বেশি কঠিন। এই প্রথমবার, এমন খবর শুনে, সবাইকে জানাবার জন্য লিখতে যেয়ে, লিখলাম আর মুছলাম অসংখ্যবার! আপনার ছবির সঙ্গে কোনোভাবেই “শেষ বিদায়”-এর কিছু লিখতে পারছিলাম না রুমি ভাই! সব সম্ভব? মাত্র দেড়/ দুই মাস, সব চেষ্টা শেষ হলো! কোনোভাবেই ঠেকানো গেল না কিছু! আপনার পরিবারকে আল্লাহ এ শোক কাটিয়ে ওঠার শক্তি দিক, এ প্রার্থনা করি। পরপারে চির শান্তিতে থাকবেন।’

শামীমা তুষ্টি লিখেছেন, ‘রুমি ভাই, এই চলে যাবার প্রশ্নের কোনো উত্তর নাই। ভালো থেকো ভাই ওপারে।’

জ্যোতিকা জ্যোতির কথায়, ‘প্রতিদিন চেনা মানুষের চলে যাওয়া, নিজেকে ভেঙেচুরে দেয়! রুমি ভাই!’

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘রুমি ভাই, পরপারে ভালো থাকবেন আপনি। অনেক প্রার্থনা আর পরিবারের প্রতি সমবেদনা। জীবন এমনই, অনেক ছোট।’

অভিনেতা রাশেদ সীমান্ত লিখেছেন, ‘ও আল্লাহ… এত বড় শাস্তি কেন আমাকে দিলেন? আমার ভাই আর নাই…।’

এ ছাড়াও অভিনেতা রুমির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সাজু খাদেম, মৌসুমী হামিদ, তাহমিনা সুলতানা মৌ, সঞ্জিত সরকারসহ অনেকেই।

এমএস

Wordbridge School
Link copied!