• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাকিব খান বললেন

কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না


বিনোদন ডেস্ক জুলাই ১৭, ২০২৪, ০৩:৩২ পিএম
কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না

ঢাকা : চলমান কোটা সংস্কার আন্দোলনে হামলা ও হতাহতের ঘটনায় মুখ খুলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

বুধবার (১৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।

তিনি লেখেন, আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরণের সংঘাতের সমাপ্তি চাই।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে দেশব্যাপী ৬ জনের মৃত্যু হয়েছে। যত দিন যাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলনে গণ-সমর্থন তত বাড়ছে।

এমটিআই

Wordbridge School
Link copied!