• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আপত্তিকর মন্তব্য, আইনি বিপাকে কঙ্গনা


বিনোদন ডেস্ক নভেম্বর ১৪, ২০২৪, ০৫:১৪ পিএম
আপত্তিকর মন্তব্য, আইনি বিপাকে কঙ্গনা

ঢাকা: বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত, তাকে নিয়ে চর্চা হয় বিস্তর। তবে এবার শুধুই বিতর্ক নয়, কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগের ঘটনায় আদালত থেকে নোটিশ দিয়েছে কঙ্গনাকে।  

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বরের মধ্যে অভিযোগ সম্পর্কে কঙ্গনার জবাব চাওয়া হয়েছে। আগস্ট মাসে কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছিলেন। 

যেখানে লিখেছেন, ‘ভারতে কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি।’ 

এখানেই শেষ করেননি কঙ্গনা। তিনি এই পোস্টে আরও বলেন, ‘কৃষক আন্দোলন চলাকালীন ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গিয়েছে। সেই সময় প্রচুর ধর্ষণের ঘটনাও ঘটেছে।’

এদিকে অভিনেত্রী ইনস্টাগ্রামে আরও একটি পোস্টে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছেন। এর ফলে কংগ্রেস পার্টির পক্ষ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট এসেছে কঙ্গনার বিরুদ্ধে। 

এদিকে এ ঘটনার পরে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপি সাংসদ কঙ্গনা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাকে অশ্লীল কটাক্ষ করেছেন। গডসে উপাসকরা বাপু এবং শাস্ত্রীজির মধ্যে পার্থক্য টানেন। নরেন্দ্র মোদী কি তার দলের নতুন গডসে ভক্তকে আন্তরিকভাবে ক্ষমা করবেন? জাতির পিতা আছেন, পুত্র আছেন, শহিদ আছেন। সবারই সম্মান প্রাপ্য।’

ইউআর

Wordbridge School
Link copied!