• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

অ্যাকশন ভুলে ফের ‘লাভ স্টোরি’তে শাহরুখ, জুটিতে বিদ্যা?


বিনোদন ডেস্ক নভেম্বর ১৪, ২০২৪, ০৫:২৪ পিএম
অ্যাকশন ভুলে ফের ‘লাভ স্টোরি’তে শাহরুখ, জুটিতে বিদ্যা?

ঢাকা: বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, শাহরুখ নাকি অ্যাকশন ভুলে ফের একবার প্রেমের গল্পের রাজা হবেন। আর তাঁর সঙ্গী হবেন বিদ্যা বালান। সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ ছবির প্রচারে এই নিয়ে বিদ্য়াকে জিজ্ঞাসা করা হলে, বিদ্যাই এই খবর ফাঁস করেন। সূত্র বলছে, এক পরিণত প্রেমের গল্পেই নাকি জুটি বাঁধছেন এই দুজন। তবে এই ছবি নিয়ে বেশি কিছু ফাঁস করতে চাননি বিদ্যা।

শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।

ইউআর

Wordbridge School
Link copied!