ঢাকা: অনন্ত-রাধিকার বিয়ের ৪ মাসের মধ্যেই শোনা যায়, আম্বানি পরিবারে নাকি আসতে চলেছে নতুন অতিথি। খুব শীঘ্রই নাকি মা হতে চলেছেন রাধিকা মার্চেন্ট। অবশ্য বেশ কিছুদিন আগে থেকেই চলছিল এই জল্পনা।
বলিউডের অন্দর থেকে পাওয়া খবর, রাধিকা মার্চেন্ট সন্তানসম্ভবা হওয়ায় খুব বেশি দিন দেরি নেই। আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারিতেই ভূমিষ্ঠ হবে অনন্ত এবং রাধিকার সন্তান। যদিও আম্বানি পরিবারের তরফ থেকে এমন কোনও কথা নিশ্চিত করা হয়নি। কোনো কোনো মহল এটাকে ভুয়া বলেও দাবি করছেন।
কিন্তু ফের শিরোনামে রাধিকা। বিয়ের পরে এই প্রথমবার নিজের নাম বদলে ফেললেন আম্বানি পরিবারের ছোট বউ। সামাজিক মাধ্যমে নিজের নাম রাধিকা মার্চেন্ট থেকে বদলে রাধিকা আম্বানি করেন তিনি। এই বদলটি সামনে আসতেই শোরগোল নেটমাধ্যমে।
ভারতীয় গণমাধ্যমের খবর, রাধিকা মার্চেন্টের আম্বানির নাম পরিবর্তনের পর তা জানতে গুগলে ৫ হাজারের বেশি সার্চ হয়েছে। প্রায় ১০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সার্চ।
ইউআর







































