• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সপ্তাহ না পেরোতেই হাজার কোটি আয়ের পথে ‘পুষ্পা টু: দ্য রুল’


বিনোদন ডেস্ক ডিসেম্বর ৯, ২০২৪, ০৪:০৭ পিএম
সপ্তাহ না পেরোতেই হাজার কোটি আয়ের পথে ‘পুষ্পা টু: দ্য রুল’

ঢাকা : মুক্তির এক সপ্তাহ না পেরোতেই প্রায় হাজার কোটি আয়ের পথে ‘পুষ্পা টু: দ্য রুল’। প্রতিদিনই একের পর এক রেকর্ড ভেঙ্গে চলেছে সিনেমাটি।  

স্যাকনিল্ক এর রিপোর্ট অনুযায়ী রবিবার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ‘পুষ্পা টু’র আয়ের অঙ্ক ৫২৯ কোটি। এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে ছবিটির মোট আয় পৌঁছায় ৬৩২ কোটিতে, এবং বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত ৮০০ কোটি ছাড়িয়েছে।

স্যাকনিল্ক জানায়, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি আয় করে ‘পুষ্পা টু’। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করেছিল।

রোববার অর্থাৎ চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি রুপি আয় করে ‘পুষ্পা টু’। ফলে প্রথম সপ্তাহের মধ্যে ‘পুষ্পা টু’ এর কালেকশন পৌঁছে যায় ৫২৯.৫০ কোটিতে।

ধারণা করা হচ্ছে, একের পর রেকর্ড ভেঙে আয়ের ধারা এভাবে চলতে থাকলে সর্বোচ্চ আয়ের ভারতীয় চলচ্চিত্র কল্কি ২৮৯৮ এডি কেও ছাড়িয়ে যাবে ‘পুষ্পা টু’র আয়।

এমটিআই

Wordbridge School
Link copied!