• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ের ফটোশুট, বিতর্কের জবাব দিলেন বুবলী


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০২৪, ০৫:১৩ পিএম
অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ের ফটোশুট, বিতর্কের জবাব দিলেন বুবলী

ঢাকা: নববধূর সাজে দেখা মিলল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর। না, নতুন করে বিয়ের বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। সম্প্রতি এক ওয়েডিং ফটোশুটে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছেন বুবলী। সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। দু’জনকেই দেখা গেছে বিয়ের সাজে। তবে মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে আলাদা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তমহলে। অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসেবেও দেখছেন। 

বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলী। তিনি বললেন, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন।

বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।’

অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে বুবলী আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে...সেই আমরা যদি কিছু ভিন্নতা যদি না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’

এদিকে বুবলীর সঙ্গে ফটোশুটে কাজ করে সন্তুষ্ট গৌতম সাহা। তিনি বললেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

তবে এবারই প্রথম নয়, এই কোরিওগ্রাফারের সঙ্গে আগেও কাজ করেছেন বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলী অনেক লক্ষ্মী একটা মেয়ে। কাজ ছাড়া কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’

প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই তাকে এম রাহিমের ‘জংলি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সিয়াম আহমেদ। 

ইউআর

Wordbridge School
Link copied!