ঢাকা: নাচ, গান ও আবৃত্তিসহ নানা আয়োজনে শিল্পকলা একাডেমিতে চলছে বিজয় উৎসব; আছে পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিওচিত্র ও কার্টুন প্রদর্শনীর আয়োজনও। সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে শুরু হয় বিজয় উৎসবের অনুষ্ঠান।
এদিন যন্ত্রশিল্পীদের সমবেত দেশের গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সমবেত সংগীত ‘আলোর পথযাত্রী’সহ দেশের গান পরিবেশন করেন শিল্পীরা। আবু হেনা মোস্তফা কামালের লেখা 'ছবি' কবিতাটি আবৃত্তি করেন মাহিদুল ইসলাম মাহি।
'দাম দিয়ে কিনেছি বাংলা’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। একক সংগীত ‘যে মাটির বুকে’ ও ‘মাগো ভাবনা কেন’ পরিবেশন করেন পিয়াল হাসান।
শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। একক সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা। একক আবৃত্তি করেন দি রেইন। এরপর মঞ্চে ওঠে ব্যান্ড ‘আর্টসেল’ ও ‘লালন’।
এদিন জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘২০২৪: ঐ নূতনের কেতন ওড়ে’ শিরোনামে একাডেমির আয়োজনে মাসব্যাপী পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিওচিত্র, কার্টুন প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
অনুষ্ঠানে তিনি বলেন, "এই বিজয়ের মাসে উৎসবের জোয়ার চলছে শিল্পকলা একাডেমিতে। যারা গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশ ইসলামিস্টরা দখল করে নিয়েছে, তাদের জন্য উত্তর হবে শিল্পকলা একাডেমির এসব অনুষ্ঠান।"
৫ অগাস্টের গণ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন "এটা কেবল সরকার পরিবর্তন নয়; মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভ থেকেই সাম্প্রতিক জুলাই বিপ্লব হয়েছে।"
ইউআর







































