• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছোট বোনের জন্মদিনে শাবনূরের অনন্য উপহার


বিনোদন ডেস্ক: জানুয়ারি ২০, ২০২৫, ০৬:০৯ পিএম
ছোট বোনের জন্মদিনে শাবনূরের অনন্য উপহার

ঢাকা: ছোট বোন ঝুমুরের গাওয়া গানে বড় বোন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। ঝুমুরের জন্মদিন উপলক্ষে গানটি সোমবার ঝুমুর মেলোডি ইউটিউবে প্রকাশিত হয়েছে। 

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতে মডেলও হন ঝুমুর। গানটির সংগীত পরিচালনায় ছিলেন জে কে মজলিশ।

‘সুখ তুমি নিও, দুঃখ আমায় দিও’ গানটির ভিডিও বানিয়েছেন অভিনেত্রী শাবনূর। গত বছরের শেষদিকে তার কণ্ঠে একটি কাভার গান প্রকাশিত হয়েছে। মাসখানেকের ব্যবধানে এবার নতুন একটি গান প্রকাশিত হলো। 

আর এর মধ্যদিয়েই নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরছেন শাবনূর। ইউটিউবের মাধ্যমে এবার গান নিয়ে শ্রোতাদের কাছে ফিরতে উৎসাহিত করেছেন ছোট বোনকে। বর্তমানে তারা দুজনই অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন।

ঝুমুর জানান, ২০০৫ সালের দিকে গানটির ভিডিও বানানো হয়। তখন ভিডিওটি পরিচালনা করেন শাবনূর। গানটি এর আগে অন্য একটি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল। এরপর গানটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ সময় পর গানটি আবার প্রকাশ করা হলো। 

তিনি জানান, শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তিনিও পরিবার নিয়ে সেখানে থাকেন। তবে শখের বশে বিভিন্ন পারিবারিক আয়োজনে গান গেয়ে থাকেন।

ঝুমুর বলেন, আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে এই গানের শুটিংয়ের দিনের কথা। সারা দিন পরিচালনা নিয়ে অনেক ব্যস্ত ছিল শাবনূর, আমি ভারি গাউন পরে একটা দিন শুধু গানের ভিডিওতে কাজ করেই বুঝে গিয়েছিলাম- এসব আমার জন্য নয়। সেদিনই বুঝতে পেরেছিলাম, পর্দায় তারকাদের জীবন যতটা চাকচিক্যপূর্ণ মনে হয়, বাস্তবে তাদের প্রতিটা দিন অনেক বেশি পরিশ্রমের। আপুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সেদিন আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল।

২০০৫ সালে শাবনূরের উৎসাহেই ঝুমুরের গানে অভিষেক হয়েছিল। একই বছরে সাতটি বাংলা সিনেমায় গান গেয়েছিলেন ঝুমুর। এরপর উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় চলে আসেন। একসময় শাবনূরও থিতু হন অস্ট্রেলিয়ার সিডনিতে। 

গানের প্রসঙ্গে শাবনূর বলেন, এই গানের কথা আমার প্রায়ই মনে পড়ে। সিনেমার গানের দৃশ্যধারণ করতে করতে একসময় নিজেরও ইচ্ছা হয়, কোনো দিন যদি গানের ভিডিও ডিরেকশন দেওয়া যায়। সেই শখ পূরণ করে দিয়েছিল ঝুমুরই।

আইএ

Wordbridge School
Link copied!