• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুগার মাম্মি হতে চান নায়িকা সুবাহ


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ২২, ২০২৫, ১২:৪৩ পিএম
সুগার মাম্মি হতে চান  নায়িকা সুবাহ

ঢাকা: শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন এবং অন্যান্য ইস্যুতে আলোচনা-সমালোচনায় বেশি থাকেন তিনি। কয়েকদিন আগেই ‘আমি তোমায় দিলাম’ শিরোনামের একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে তার।

সম্প্রতি গানটি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সুবাহ। সেখানে কাজ এবং গানের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন অভিনেত্রী। ইতোমধ্যে সেই সংবাদ সম্মেলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেখানে সুবাহকে বলতে শোনা যায়, বয়স চল্লিশের পর, আমি সুগার মাম্মি হতে চাই। এসময় এক প্রশ্নের উত্তরে অভিনেত্রী আরও বলেন, আগে আমার বয়স চল্লিশ হোক, তারপর বুক দিতে বলব।

এদিকে সুবাহর এমন খোলামেলা মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়। কেউ কেউ বিষয়টিকে মজা হিসেবে নিয়েছেন। আবার অনেকেই অভিনেত্রীর মন্তব্য নিয়ে করছেন কড়া সমালোচনা।

প্রসঙ্গত, ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সুবাহ। এটি নির্মাণ করেছেন রফিক শিকদার। সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র।

ইউআর

Wordbridge School
Link copied!