• ঢাকা
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০

বাবা-মা চাচ্ছিলেন না আমি পৃথিবীতে আসি : অপু বিশ্বাস


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ২২, ২০২৫, ০১:৪৩ পিএম
বাবা-মা চাচ্ছিলেন না আমি পৃথিবীতে আসি : অপু বিশ্বাস

ঢাকা: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। দুই যুগেরও বেশি সময় ধরে শোবিজে পথচলা এই নায়িকার। শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় সেই অনুষ্ঠানটিতে নিজের ক্যারিয়ার ও পারিবারিক বিষয়ে অনেক কথা বলেন অপু। সেখানেই তিনি জানান, তার জন্মের সময় বাবা-মা দ্বিধায় ছিলেন। তারা চাননি আর কোনো সন্তানের জন্ম দিতে। 

যতটুকু মার মুখে শোনা যে ৫ মাস পর হয়তো জানতে পেরেছেন যে আমি আসছি। তো তখন মা-বাবা চাচ্ছিলেন না। যেহেতু আমার তিন ভাইবোন অলরেডি ছিলেন। বাবার চেয়ে কাকা ছিলেন সবচেয়ে কাছের মানুষ, উল্লেখ করে অপু বলেন, ‘কাকা আমার সবকিছু।

একদম স্কুল থেকে সবকিছু। বাবাও অনেক ভালোবাসেন। কিন্তু আমার সমস্ত আবদার ছিল কাকার কাছে।’

ইউআর

Wordbridge School
Link copied!