• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৮:৩৭ পিএম
অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক

ঢাকা: রাষ্ট্রীয় ষড়যন্ত্রে জড়িত অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। কোন অভিযোগে শাওনকে আটক করা হয়েছে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘তিনি রাষ্ট্রীয় ষড়যন্ত্র করছিলেন।’

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
  
এআর

Wordbridge School
Link copied!