• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০

ভালোবাসার মানুষ চলে গেলেও প্রেম কখনো চলে যায় না: মেহজাবীন 


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১১:৫৪ এএম
ভালোবাসার মানুষ চলে গেলেও প্রেম কখনো চলে যায় না: মেহজাবীন 

ঢাকা: প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয়। প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধুবান্ধব, এমনকি মা-সন্তান বা ছাত্র-শিক্ষকের মতো বিভিন্ন সম্পর্কের মানুষ এই দিনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। দিনটিকে কেন্দ্র করে প্রিয় মানুষকে ঘিরে নানা পরিকল্পনা সাজায়। সেই কাতারে আছেন শোবিজ তারকারাও।

একেকজন কাছে ভালোবাসার সংজ্ঞা এক এক রকম। তবে ভালোবাসার সংজ্ঞা না দিতে পারাটাই ভালোবাসা বলে মনে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

তিনি বলেন, ভালোবাসার সংজ্ঞা না দিতে পারাটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ, ভালোবাসা এমন একটি বিষয় সেটা বর্ণনা করা যায় না। এটা উপলব্ধির বিষয়।

জীবনে বহু রোমান্টিক গল্পে কাজ করেছেন মেহজাবীন। সেইসব অভিজ্ঞতা থেকে তিনি বলেন, আমার মনে হয়, জীবনে আমরা যতটা স্বার্থহীন হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটা করতে পারি সেটাও এক ধরণের ভালোবাসা। এই কয়েকটি বিষয়ই জীবন অর্থবহ করে তোলে।

এর আগে নিজের ফেসবুক ভালোবাসার কথা বলতে গিয়ে মেহজাবীন বলেন, প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না।

এবারের ভালোবাসা দিবস উপলক্ষে আসছে মেহজাবীনের ওয়েব কন্টেন্ট ‘নীল সুখ’। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন ফররুখ আহমেদ রেহান। আগামী ১৮ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ফিল্মটি।

ইউআর

Wordbridge School
Link copied!