• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হার্দিকের জীবনে নতুন প্রেম, ভারতের ম্যাচেই সামনে এলেন প্রেমিকা


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১১:৫৯ এএম
হার্দিকের জীবনে নতুন প্রেম, ভারতের ম্যাচেই সামনে এলেন প্রেমিকা

ঢাকা: বাইশগজে পারফর্ম করে প্রেমিকার উদ্দেশে চুমু ছুড়ে দেওয়ার ট্রেন্ড সেট করেছিলেন বিরাট কোহলি।গত রোববার ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচেও দেখা মিলল একই ঘটনার প্রতিচ্ছবি। তবে এবার কাণ্ডারী বিরাট নন, বরং হার্দিক পান্ডিয়ার উদ্দেশেই গ্যালারি থেকে উড়ে এলো চুমু! পাঠালেন তার চর্চিত প্রেমিকা জ্যাসমিন ওয়ালিয়া। 

ভারতীয় বংশোদ্ভূত হলেও ব্রিটিশ তিনি। একাধিক প্রতিভার অধিকারী এই জ্যাসমিন তার ক্যারিয়ারে ব্যাংকের চাকরি থেকে গান, ইউটিউব ভ্লগিং থেকে অভিনয়— কোনো কিছুই বাদ রাখেননি। এমনকি বলিউডেও কাজ করেছেন।

২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সোনু কে টিটু কি সুইটি’ নামের একটি হিন্দি ছবি। সেখানে ‘বম ডিগি’ গানটি গেয়েছেন জ্যাসমিন। ২০১৪ ও ২০১৫ সালে পর পর দু’বছর এশিয়ার প্রথম ৫০ জন ‘সেক্সিয়েস্ট উওম্যান’-এর তালিকায় জায়গা পেয়েছেন তিনি। 

যদিও এখনও পর্যন্ত জ্যাসমিন বা হার্দিক তাদের এই সম্পর্কে সিলমোহর দেননি। তবে দুজন তারকার ঘনিষ্ঠজনেরাই বলছেন, বিচ্ছেদের পর বর্তমানে এই গায়িকার সঙ্গেই প্রেম করছেন হার্দিক। যে কারণে ভারতের ম্যাচ দেখতে গ্যালারিতেও হাজির ছিলেন তিনি। 

প্রসঙ্গত, সম্প্রতি এক যৌথ বিবৃতির মধ্যে দিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেন হার্দিক ও নাতাশা স্তানকোভিচ। তাদের এক সন্তান রয়েছে। নাম অগস্ত্য। বিবৃতিতে তারা দু'জনেই জানান, ছেলের দায়িত্ব ভাগ করে নেবেন। দু'জনেই বড় করে তুলবেন একরত্তি অগস্ত্যকে। 

ইউআর

Wordbridge School
Link copied!