• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন— টাকার জন্য বিয়ে করেছি’


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১২:১৫ পিএম
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন— টাকার জন্য বিয়ে করেছি’

ঢাকা: দুজনের মাঝে বয়সের পার্থক্যটা ১৮ বছরের। তবুও ধারাবাহিকের সেটে জয়শ্রী মুখোপাধ্যায়কে দেখেই নাকি প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেতা ভারত কল। জয়শ্রী জানতেন ভারতের অসুস্থতার কথা, জানতেন বয়সে কতটা বড় তিনি। তবুও অভিনেতাকে ভালোবেসে তার গলাতেই মালা দিয়েছিলেন। পরিবর্তে চেয়েছিলেন সারাজীবনের প্রতিশ্রুতি।

যদিও তাদের এই সম্পর্ক নিয়ে কটাক্ষও কিছু কম হয়নি। যেটা আজও হয়েই চলেছে। অনেকেরই অভিযোগ, ভারত কল ধনী। তাই টাকার জন্য বয়সে বড় এমন একজনকে বিয়ে করেছেন জয়শ্রী। আত্মীয়দের মধ্যেও শুনতে হয়েছে এসব কথা।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন জয়শ্রী। যেখানে খানিকটা কষ্ট, কিছুটা বিরক্তি, আর একরাশ উপহাস উঠে এসেছে তার কণ্ঠে।

অভিনেত্রী বলেন, ‘যখন ভারতকে বিয়ে করার কথা জানাই,তখন আত্মীয়দের অনেকেই বলেছিল, আমি নাকি টাকার জন্য বিয়ে করছি! আরে আমার বাবা-মা কি ভিখারি ছিল? হ্যাঁ, হয়তো ভারতের মতো এতটাও সচ্ছলতা ছিল না। তবে আমাদেরও নিজস্ব গাড়ি, ফ্ল্যাট ছিল।’

ভারত প্রপোজ করাতেই কি হ্যাঁ বলে দিয়েছিলেন? না, এমনটা ভাবারও দরকার নেই। বরং ভারতকে বেশ কিছু শর্তও দিয়েছিলেন অভিনেত্রী। তিনি বাংলা মিডিয়াম। পরবর্তীতে ভারতের যদি মনে হয় বাংলা মিডিয়াম চলবে না তখন?

অভিনেত্রীর সেই শর্তগুলো মেনে নিয়েছিলেন অভিনেতা। কথা দিয়েছিলেন, এমনটা হবে না কখনো। আর সেই কথার উপর ভিত্তি করেই তাদের প্রেম এক্সপ্রেস চলছে দুরন্ত গতিতে। যেখানে কোনো কটাক্ষ বা কটু কথা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সংসার জীবনেও। 

একটা সময় বাংলা কমার্শিয়াল ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন ভারত কল। তখন অবশ্য মূলত খলনায়কের চরিত্রেই পাওয়া গেছে তাকে। সেইসময়ই ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী অনুশ্রী দাসকে। টেকেনি সেই বিয়ে। এরপর আবারও বিয়ের পিঁড়িতে বসেন জয়শ্রীয়র সঙ্গে।

ইউআর

Wordbridge School
Link copied!