• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধূমপান বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী চমক


বিনোদন প্রতিবেদক মার্চ ৫, ২০২৫, ০১:০৬ পিএম
ধূমপান বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী চমক

ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় আশপাশের লোকজন জড়ো হয়ে দুই তরুণীর ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বেশ উত্তপ্ত হয় সোশ্যাল মিডিয়া।

এরপর বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার মতে, ওপেন জায়গায় সিগারেট খাওয়া কিন্তু নারী-পুরুষ সবার জন্যই নিষেধ। এটা একটা অফেন্স। এ জন্য ওপেন সিগারেটটা না খাওয়ার পরামর্শও দেন তিনি।
 
বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাধারন মানুষের মাঝেও। ভিন্ন ভিন্ন মতামত জানাতে দেখা যাচ্ছে। এবার এ প্রসঙ্গে কথা বললেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার মতে, সিগারেট নারী-পুরুষ দু‘জনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা।

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন, ‘সিগারেট একটি নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর । নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।’
 
অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন। তবে চমককে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তথ্যানুযায়ী, যে কোনো প্রকার তামাকই প্রাণঘাতী। ধোঁয়াযুক্ত তামাকজাত দ্রব্যে প্রায় সাত হাজারের উপর রাসায়নিক পদার্থ থাকে। এর মধ্যে কমপক্ষে ২৫০ টির মতো রাসায়নিক পদার্থ বিষাক্ত ও ক্যান্সারের কারণ হিসেবে পরিচিত। ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলেও মারাত্মক স্বাস্থ্য সমস্যা ঘটতে পারে। কখনো কখনো তা প্রাণঘাতীও হতে পারে। পরোক্ষ ধূমপানও মৃত্যুসহ স্বাস্থ্যের জন্য নানা ধরণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
 

ইউআর

Wordbridge School
Link copied!