• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রতি রিফ্রেশে একটি করে ধ‍‍’র্ষণের সংবাদ: শবনম ফারিয়া


বিনোদন প্রতিবেদক মার্চ ৯, ২০২৫, ০৫:২৪ পিএম
প্রতি রিফ্রেশে একটি করে ধ‍‍’র্ষণের সংবাদ: শবনম ফারিয়া

ঢাকা: আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন শবনম ফারিয়া। তবে পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত শেয়ার করেন ফারিয়া। এবার ফের অভিনেত্রীর এক স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া।

অভিনেত্রী শবনম ফারিয়া নারী দিবসে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন। ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস ছিল। প্রতিবছর মার্চ মাসের ৮ তারিখ লিঙ্গবৈষম্য দূরীকরণে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা দেয়ার জন্যই উদযাপন করা হয় দিবসটি।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত মধ্যরাতে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন শবনম ফারিয়া। সেখানে তিনি লিখেছেন, যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কী?

এদিকে এর কয়েকদিন আগেই এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায় ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। সাজাপ্রাপ্ত এক আসামির জামিনের সংবাদের ছবি ও লিংক পোস্ট করে তার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।

ইউআর

Wordbridge School
Link copied!