• ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বলিউডের পার্টিতে যান না কপিল শর্মা, কারণ জানালেন অর্চনা


বিনোদন ডেস্ক মে ১৫, ২০২৫, ১১:৪৪ এএম
বলিউডের পার্টিতে যান না কপিল শর্মা, কারণ জানালেন অর্চনা

ঢাকা: ভারতের অন্যতম সফল কমেডিয়ান কপিল শর্মা। প্রচণ্ড পরিশ্রমী এ তারকা প্রতিদিন মানুষকে হাস্যরসে বুদ রেখে যাচ্ছেন। বলতে গেলে কমেডি কিং তিনি। ছোট পর্দার সবচেয়ে বেশি উপার্জন করা তারকা।

একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান হয়ে ক্যারিয়ার শুরু করা কপিল আজ ভারতের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম। বিলাসবহুল জীবনযাপন করেন। তবে অর্থ-বিত্ত কিংবা জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও কপিল শর্মা বলিউডের কোনো পার্টিতে যান না। হাজারও মানুষকে হাসানো কপিল বাস্তব জীবনে একটু অন্তর্মুখী ধরনের! সম্প্রতি এমনটাই জানালেন তার দীর্ঘদিনের সহকর্মী তারকা অর্চনা পুরণ সিং।

স্ক্রিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে অর্চনা পুরণ সিং কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন। কীভাবে ‘কমেডি সার্কাস’ থেকে তাদের যাত্রা শুরু হয় এবং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ পর্যন্ত সেই সম্পর্ক আরও গভীর হয়েছে, সেইসব স্মৃতিচারো করেন তিনি।

অর্চনা জানান, কপিল শর্মা পর্দায় যতটা প্রাণবন্ত এবং উচ্ছ্বসিত, ব্যক্তিগত জীবনে তিনি ঠিক ততটাই অন্তর্মুখী ও সংরক্ষিত ধরনের। তিনি বলেন, ‘কমেডি সার্কাস’-এ কপিল একজন প্রতিযোগী ছিলেন আর আমি ছিলাম বিচারক।
সেখান থেকেই আমাদের সম্পর্কের সূচনা। কপিল সবসময় আমাকে শ্রদ্ধা করতো, কারণ সে সময় আমি কপিলের সিনিয়র ছিলাম। আমি শুরু থেকেই কপিলের অসাধারণ প্রতিভায় মুগ্ধ ছিলাম। সেই প্রতিভা খাঁটি ও শক্তিশালী। এমন প্রতিভা দেখলে স্বভাবতই যে কেউ সম্মান জানাতে বাধ্য।

কপিলের স্বভাব নিয়ে বলতে গিয়ে অর্চনা জানান, কপিল অধিকাংশ মানুষের সঙ্গে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু তার সঙ্গে তিনি খুব সহজ ও স্বাভাবিক থাকেন। তিনি বলেন, ‘কপিল সবার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেন না। তবে আমার সঙ্গে সে খুব স্বাচ্ছন্দ্যবোধ করতো। আমার বাড়িতে এলে সে পুরোপুরি নির্ভার থাকে। এখন তো আমিও তার বাসায় গেলে খুব স্বাভাবিক থাকে আমার সঙ্গে। আমাদের সম্পর্কটা অনেক মজবুত ও নির্ভেজাল।’

ভারতের সর্বাধিক জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। পাঞ্জাবের অমৃতসরে জন্ম তার। হাস্যরসের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি। তার শো ‘দ্য কপিল শর্মা শো’ ভারতের শীর্ষস্থানীয় শো। দুটি সিনেমাতেও অভিনয় করেছেন কপিল। ‘কিস কিস কো পেয়ার কারু; এবং ‘ফিরাঙ্গি’। এছাড়া সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করেন এ জনপ্রিয় ব্যক্তিত্ব।

ইউআর

Wordbridge School
Link copied!