ঢাকা: একসময়ের ব্যাপক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। মাঝে কয়েকবার বিরতির পর গত বছর থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তি জীবনে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জিএস বদরুদ্দিন আহমেদ রাহীকে। কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎই এই অভিনেত্রীর বিরুদ্ধে শোনা গেল পরকীয়ার গুঞ্জন, যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, সারিকা সাবরিনের দাম্পত্য জীবনে ঝামেলা চলছে। দ্বিতীয় স্বামী রাহীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে যাচ্ছেন সারিকা, এমনটাই শোনা যাচ্ছিল। তবে এবার শোনা যাচ্ছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সারিকা। আর এ কারণেই বিচ্ছেদের দিকে এগোচ্ছেন অভিনেত্রী।
আরো শোনা যাচ্ছে, গুলশানের এক ক্যামিক্যাল ব্যবসায়ীর সঙ্গেই পরকীয়ায় জড়িয়েছেন সারিকা। তাই স্বামীর সঙ্গে সারিকার দূরত্ব সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ভক্তমহলে আলোচনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক মুঠোবার্তায় সারিকা সাবরিন জানান, তিনি তার স্বামীর সঙ্গে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
সারিকা বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছরে আমরা একরাতও আলাদা থাকিনি, এটাই হচ্ছে বাস্তবতা। অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকিটাকি বনিবনা বা কিংবা ন্যাচারাল ১৯-২০ যেমন ঝগড়া হয়, ওটাই হয়েছে। সেটাও আমরা বহু আগে ফেলে আসছি।
পরকীয়ার খবরটি একেবারেই অসত্য উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা কোত্থেকে আসছে, কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে একটা সমাধান দিতে পারতাম। গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে, সেটাই আরকি প্রশ্ন। আমি আমার স্বামী-সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে যেয়েই এ খবরটি পেলাম।’
উল্লেখ্য, সারিকার এটি দ্বিতীয় সংসার। এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় তার। ২০১৬ সালে ডিভোর্স হয় তাদের। সেই সংসারে কন্যাসন্তান রয়েছে। এর পর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহীকে বিয়ে করেন তিনি।
ইউআর





-20251213155615.jpg)
































