• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

সরে দাঁড়াল ঈদের চার সিনেমা, মুক্তি পাচ্ছে কোনগুলো


বিনোদন প্রতিবেদক জুন ৪, ২০২৫, ০৪:৪৪ পিএম
সরে দাঁড়াল ঈদের চার সিনেমা, মুক্তি পাচ্ছে কোনগুলো

ঢাকা: ঈদের সিনেমা নিয়ে তোড়জোর বেশ আগেই শুরু হয়েছিল। মুক্তির তালিকায় যোগ হয়েছিল দশটিরও বেশি সিনেমা। কিন্তু দিন ঘনিয়ে আসতেই বেশ কিছু সিনেমা সরে দাড়িয়েছে। শেষ পর্যন্ত মুক্তির দৌড়ে এগিয়ে রয়েছে ছয়টি সিনেমা—তাণ্ডব, নীলচক্র, উৎসব, ইনসাফ, টগর, এশা মার্ডার: কর্মফল।

আজ বুধবার সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমা। ছবিটির গান, টিজার অন্তর্জালের আসার পর আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছে ছবিটি। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ। 

‘নীলচক্র’ সিনেমা দিয়ে অনেক দিন পর ঈদে আসছেন আরিফিন শুভ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সার্টিফিকেশন সনদ পায় সিনেমাটি। সিনেমার টিজার, পোস্টার বেশ পছন্দ করেছেন দর্শক। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘যেতে যেতে’ গানটিও দর্শকেরা পছন্দ করেছেন। মিঠু খান পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু প্রমুখ।

গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি ‘এশা মার্ডার: কর্মফল’। অবশেষে এবার ঈদুল আজহায় আসছে এটি। সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ। 

অনেকটা হুট করেই এবার ঈদের সিনেমার তালিকায় যোগ হয় ‘উৎসব’। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবিটির ট্যাগলাইন ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’ গতকাল মঙ্গলবার সার্টিফিকেশন সনদ পায় সিনেমাটি। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে বড় পর্দায় আসছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন তানিম নূর।

‘ইনসাফ’ নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। অ্যাকশন ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিনেমাটি সোমবার সেন্সরে জমা পড়েছে।

এই ঈদে থাকছেন পূজা চেরীও। ‘টগর’ সিনেমায় তার সঙ্গে জুটি হয়েছেন আদর আজাদ। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। 

সরে দাঁড়াল যে ৪ সিনেমা:

গত সপ্তাহে মুক্তির তালিকাতে থাকলেও সরে দাঁড়িয়েছে ঈদের চার সিনেমা। সেই সিনেমাগুলো হলো অনিক বিশ্বাসের ‘শিরোনাম’, ফরহাদ হোসেনের ‘নাদান’, রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’।

ইউআর

Wordbridge School
Link copied!