• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাকিব মেগাস্টার হলেও দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব: জয়


বিনোদন প্রতিবেদক আগস্ট ৪, ২০২৫, ০২:১৪ পিএম
শাকিব মেগাস্টার হলেও দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব: জয়

ঢাকা: এই মুহূর্তে বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান।দুজনের ছবিতে সয়লাব সোশ্যাল মিডিয়া। সেই সঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে উদগ্রিব সবাই। বিগত সময়ে সোশ্যাল মিডিয়ায় অপু বুবলীর পাল্টাপাল্টি প্রতিক্রিয়াই দেখে এসেছে অনুরাগীরা। যা ঘিরে প্রায়ই তৈরি হয় আলোচনা, সমালোচনা।

অপু-বুবলীর ভার্চুয়াল দ্বদ্বে প্রায়ই শিরোনামে ওঠে আসেন শাকিব খান। দুই প্রাক্তন স্ত্রীকে কিভাবে সামলান শাকিব খান, এমন প্রশ্নও শোনা যায় নেটিজেনদের মুখে। এবার অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখেও শোনা গেল সেই প্রসঙ্গ। 

শাকিব খানের দুই প্রাক্তন স্ত্রী প্রসঙ্গে জয় বলেন, দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে এমনটা বলেন জয়।
 
রোববার (৩ আগস্ট) একটি ফেসবুক পোস্টে জয় লেখেন, শাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারেনা সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী ততো বড় স্টার না।

শাকিব খান গত মাসে যুক্তরাষ্ট্রে যান। এরপর জানা যায়, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। যাত্রার তারিখ গোপন রাখলেও রোববার (৩ আগস্ট) নিউইয়র্কে তাদের একসঙ্গে দেখা গেছে। শুধু তাই নয় এই দুই তারকাকে রোমান্টিক মুডেও পাওয়া গেছে।

ইউআর

Wordbridge School
Link copied!