• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অপারেশন সম্পন্ন ফারুকীর, সর্বশেষ অবস্থা জানালেন তিশা


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৮, ২০২৫, ০২:১৮ পিএম
অপারেশন সম্পন্ন ফারুকীর, সর্বশেষ অবস্থা জানালেন তিশা

ঢাকা: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন।

রোববার (১৭ আগস্ট) রাতে মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থার আপডেট জানিয়ে উপদেষ্টার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দেন। এতে তিনি এসব কথা জানান।

তিশা লেখেন, আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

এর আগে কক্সবাজারে সরকারি সফরে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার (১৬ আগস্ট) রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

রোববার দুপুরে তিশা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ফারুকীর চিকিৎসার বিষয়ে বলেন, দুপুর ৩টায় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পর তার চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত জানানো সম্ভব হবে। তিনি অনুরোধ করেছেন, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত অন্য কোনো তথ্য দেখে কেউ বিভ্রান্ত হবেন না।

ইউআর

Wordbridge School
Link copied!