• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশে আমি পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি : ইধিকা পাল


বিনোদন ডেস্ক অক্টোবর ১৯, ২০২৫, ০৯:৪৬ এএম
বাংলাদেশে আমি পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি : ইধিকা পাল

ঢালিউডের জনপ্রিয় সিনেমা ‘প্রিয়তমা’-তে শাকিব খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। তার অভিনয় এবং সৌন্দর্য দর্শকদের নজর কেড়ে নিলেও, এবার তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলে আবারও শিরোনামে এসেছেন।

সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু অন্তরঙ্গ বিষয় শেয়ার করেছেন। তিনি জানান, ‘প্রিয়তমা’ সিনেমার অফার পেয়ে প্রথমে এটিকে ‘ভুয়া কল’ মনে করেছিলেন। ইধিকা বলেন, “আমি তখন সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎই ফোন আসে, শাকিব খানের নাম শুনলেও তার জনপ্রিয়তা সম্পর্কে আমি ততটা জানতাম না। প্রথমে মনে হয়েছিল, কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি! সেই সুযোগটা আমার জন্য ছিল অনেক বড়।”

বাংলাদেশে শুটিং করার অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, “ওখানে গিয়ে আমি পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি। সেটি একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল।”

সিনেমা মুক্তির পর তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে কলকাতার জনপ্রিয় তারকা দেবের সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। তবে এসব গুজব তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। ইধিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “না, এসব একদমই গুজব। আমি এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত।”

গসিপ এবং ট্রোল নিয়ে তার দৃষ্টিভঙ্গি জানিয়ে তিনি বলেন, “সাফল্যের সঙ্গে এসব আসবেই। আমি বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে নেই। ভালো বা খারাপ, কোনো প্রভাবই আমার জীবনে ফেলে না।”

সবশেষে, নিজের ব্যক্তিগত অবস্থান সম্পর্কে ইধিকা বলেন, “আমি একদমই সিঙ্গেল।” তার এই খোলামেলা স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে আরও বেশি জানতে আগ্রহী হয়েছেন।

ইধিকা পালের এই সাক্ষাৎকার তার ভক্তদের জন্য নতুন একটি পরিচয় হয়ে উঠেছে, যেখানে তিনি তার ক্যারিয়ার এবং জীবন সম্পর্কে খোলামেলা মন্তব্য করেছেন।

এম

Wordbridge School
Link copied!