• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সালমান শাহ হত্যা মামলা

স্ত্রীসহ ১১ আসামি দেশত্যাগ রোধে তথ্য পাঠানো হয়েছে ইমিগ্রেশনে 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২৫, ০৫:১৬ পিএম
স্ত্রীসহ ১১ আসামি দেশত্যাগ রোধে তথ্য পাঠানো হয়েছে ইমিগ্রেশনে 

ফাইল ছবি

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। তিনি জানান, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত করা হয়েছে, এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা রুজুর পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

ওসি গোলাম ফারুক বলেন, মামলার ১১ আসামির খোঁজ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ মোবাইল ট্র্যাকিং ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে, সেজন্য তাদের নাম ও তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই এবং শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

গত ২১ অক্টোবর মধ্যরাতে রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়। বাদী ছিলেন তার মামা আলমগীর কুমকুম। এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম। মোট ১১ জনকে এজাহারভুক্ত করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার হয়। দীর্ঘ তদন্তের পর পিবিআই চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে তার মা নীলা চৌধুরী শুরু থেকেই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানিয়ে দাবি করেছেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!