• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সালমান শাহর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাবনূর


বিনোদন ডেস্ক অক্টোবর ২৭, ২০২৫, ০৭:০৩ পিএম
সালমান শাহর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাবনূর

ফাইল ছবি

মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তিনি মারা যান। তাঁর অকাল মৃত্যু নিয়ে সম্প্রতি আবারও তৈরি হয়েছে আলোচনার ঝড়।

সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। কিন্তু ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরাসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে চিত্রনায়িকা শাবনূরের প্রসঙ্গ। সালমান শাহর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ছড়ানো গুজব নিয়ে শাবনূর এবার মুখ খুলেছেন।

সোমবার ফেসবুকে শাবনূর লিখেছেন, ‘উদ্দেশ্যমূলকভাবে আমার এবং সালমানের সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছিল। এটি অত্যন্ত দুঃখজনক। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন হওয়ায় প্রথমে আমি কথা বলিনি। কিন্তু কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই ঘটনার সঙ্গে আমার নাম জড়াচ্ছেন।’

শাবনূর বলেন, ‘সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। তার অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল।’

অভিনেত্রী আরও বলেন, ‘সালমান শাহ কিভাবে মারা গেছেন তা আমি জানি না। তবে তাঁর মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা করি। যে-ই দোষী হোক না কেন, আইনের আওতায় আনা হোক এবং যথাযথ শাস্তি দেওয়া হোক।’

শাবনূর সালমান শাহর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায় সন্তানের বেদনা কত কষ্টের। আমি এবং আমার পরিবার সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।’

এসএইচ

Wordbridge School
Link copied!