লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় দাম্পত্য জীবনেও বিচ্ছেদ ঘটেছে। তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর সাগর জানান, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সালমার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তিনি লেখেন, চিন্তা, মানসিকতা ও মতের অমিলের কারণেই তাঁদের পথ আলাদা হয়েছে। তবে এই বিচ্ছেদে একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা বজায় রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে যেন কেউ নেতিবাচক মন্তব্য না করেন—এমন অনুরোধও জানান তিনি।
একই পোস্টে তাদের একমাত্র কন্যাসন্তানের প্রসঙ্গ তুলে সানাউল্লাহ নূর লেখেন, দাম্পত্য সম্পর্কের অবসান হলেও সন্তানের মা হিসেবে সালমা আজীবন তার কাছে সম্মান ও মর্যাদার জায়গায় থাকবেন। জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমা। প্রথম সংসার ভাঙার প্রায় সাড়ে তিন বছর পর এই বিয়ে করেন তিনি। বিয়ের পরের বছরের জানুয়ারিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এই সংগীতশিল্পী।
সাত বছর পর এসে সেই সংসারেরও ইতি টানার খবর সামনে এলো।
এর আগে, সালমা ২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। সেই দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৬ সালের ২০ নভেম্বর। প্রথম সংসারে ‘স্নেহা’ নামের একটি কন্যাসন্তান রয়েছে তার।
এম







































