• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাসে ১১ লাখ টাকা হাত খরচে অভিনেত্রীকে তৃতীয় স্ত্রী হওয়ার প্রস্তাব


বিনোদন ডেস্ক জানুয়ারি ৩, ২০২৬, ০২:৫৮ পিএম
মাসে ১১ লাখ টাকা হাত খরচে অভিনেত্রীকে তৃতীয় স্ত্রী হওয়ার প্রস্তাব

ফাইল ছবি

বিপুল সম্পদ, জমি ও মাসে মোটা অঙ্কের ভাতার বিনিময়ে তৃতীয় স্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন মালয়েশিয়ার অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন অ্যামি নূর। সম্প্রতি মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির একটি পডকাস্টে অংশ নিয়ে এ তথ্য প্রকাশ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

অ্যামি নূর জানান, প্রস্তাবটি এসেছিল একজন অত্যন্ত প্রভাবশালী ভিভিআইপির কাছ থেকে, যিনি সামাজিক ও অর্থনৈতিকভাবে মালয়েশিয়ায় উচ্চ মর্যাদার অধিকারী। তৃতীয় স্ত্রী হওয়ার বিনিময়ে তাঁকে একটি বিলাসবহুল বাংলো, একটি গাড়ি এবং প্রায় ১০ একর জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

শুধু সম্পত্তিই নয়, মাসিক হাতখরচ হিসেবে ৫০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দেওয়ার কথাও বলা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ লাখ টাকা।

অ্যামির ভাষ্য অনুযায়ী, কর্পোরেট ইভেন্ট উপস্থাপনার কাজ করতে গিয়ে তাঁকে প্রায়ই প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিদের মুখোমুখি হতে হয়। ২০১৯ সালে, যখন তাঁর বয়স ছিল ২৩ বছর এবং তিনি একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্পনসর খুঁজছিলেন, তখনই এই প্রস্তাব আসে।

প্রস্তাবদাতা ব্যক্তি ছিলেন একজন দাতুক, যা মালয়েশিয়ায় একটি সম্মানসূচক উপাধি। তাঁর বয়স ছিল অ্যামির বাবার কাছাকাছি।

এই প্রস্তাব অ্যামি ও তাঁর মা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। বিষয়টি নিয়ে অ্যামি জানান, তাঁর মা খুব স্পষ্টভাবে এই প্রস্তাব ফিরিয়ে দেন এবং মেয়েকে কোনোভাবেই ‘বিক্রি’ করার প্রশ্নে রাজি হননি।

পডকাস্টে নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, দায়িত্বশীল ও আর্থিকভাবে স্থিতিশীল একজন মানুষকেই তিনি জীবনসঙ্গী হিসেবে চান। তবে অতিরিক্ত ধনী হওয়া তাঁর কাছে কোনো শর্ত নয়।

রসিকতার সুরে তিনি বলেন, দেখতে আয়রন ম্যানের মতো হলে সমস্যা নেই, কিন্তু যেন দাদুর মতো না হয়।

অ্যামি নূর আরও জানান, তিনি কারও ওপর নির্ভর করে নয়, নিজের পরিশ্রমে ও হালাল পথে উপার্জন করতে চান। পাশাপাশি বাবা-মায়ের সেবায় জীবন কাটানোই তাঁর মূল লক্ষ্য।

সম্মান বিসর্জন দিয়ে ধনী হওয়ার কোনো আগ্রহ নেই বলেও স্পষ্ট করে জানান এই অভিনেত্রী।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!