• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মঞ্চ কাঁপিয়ে দিল শাহরুখ কন্যা!(ভিডিও)


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১১:৪০ এএম
মঞ্চ কাঁপিয়ে দিল শাহরুখ কন্যা!(ভিডিও)

 ঢাকা: বেশ কয়েকদিন আগেই হাফিংটনপোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলিউড বাদশা শাহরুখ খান নিজের মেয়ের অভিনয় সত্তা সম্পর্কে জানিয়ে ছিলেন। বলেছিলেন, মেয়েকে কোনো অভিনয় একাডেমিতে এখনো দেননি, কিন্তু তার অভিনয় প্রতিভা অসাধারণ! এমন কথার সত্যতা পাওয়া গেল সম্প্রতি!

হ্যাঁ। এখনো হাতেকলমে অভিনয় শেখেননি শাহরুখ কন্যা সুহানা খান। কিন্তু এরমধ্যেই মঞ্চ মাৎ করে দিয়েছেন তিনি। সদ্য সুহানা খানের অভিনয়ে একটি ছোট্ট ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে গেছে। যেখানে অসাধারণ অভিনয় করতে দেখা গেছে তাকে।

স্কুলের বার্ষিক প্রতিযোগিতা ছিল সুহানার। সেখানে তাকে অভিনয় করতে হয়েছে। রুপকথার চরিত্র সিনড্রেলার ভূমিকায় দেখা গেছে তাকে। মঞ্চে তার অভিনয়ে মুগ্ধ সবাই। ইন্টারনেটেও শাহরুখ কন্যার অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসা বিস্তর। এসব বিবেচনায় বোঝা যাচ্ছে, সত্যিই অদূর ভবিষ্যতে হয়তো বাবার মতো বলিউডও মাত করবেন তার কন্যা!
 
মঞ্চ কাঁপিয়ে দিল শাহরুখ কন্যা:

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!