• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাত মিনিটে সম্ভব ক্যান্সারের চিকিৎসা


স্বাস্থ্য ডেস্ক আগস্ট ৩১, ২০২৩, ১২:১৬ পিএম
সাত মিনিটে সম্ভব ক্যান্সারের চিকিৎসা

ঢাকা : ইংল্যান্ডের বিজ্ঞানীরা এমন একটি টিকা আবিষ্কার করেছেন যা দিয়ে মাত্র ৭ মিনিট ব্যয় করে ক্যান্সারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ (এনএইচএস) এই টিকার ব্যবহার শুরু করতে যাচ্ছে।

ইংল্যান্ডের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি অথোরিটি এজেন্সি (এমএইচআরএ) টিকাটির অনুমোদন দিয়েছে। বিশ্বে প্রথমবারের মতো ইংল্যান্ডই এই টিকা চালু করতে যাচ্ছে। এনএইচএস আশা করছে, এই টিকার মাধ্যমে বছরে শত শত রোগীর চিকিৎসা করা সম্ভব হবে এবং ক্যান্সারের চিকিৎসার সময় তিন চতুর্থাংশ কমিয়ে আনা যাবে।

সাধারণত ক্যান্সারের চিকিৎসায় অ্যাটেজোলিজুমাব নামে একটি অ্যান্টিবডি আইভি ড্রিপ বা শিরার মধ্য দিয়ে রোগীর দেহে দীর্ঘ সময় ধরে পরিচালনা করা হয়। কিন্তু বর্তমানে সেই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে মাত্র ৭ মিনিটেই ইনজেকশনের মাধ্যমে দেওয়া সম্ভব হবে। অ্যাটেজোলিজুমাব বাজারে টিসেন্ট্রিক নামেও পরিচিত। এটি ফুসফুস, স্তন, লিভার এবং মূত্রথলির ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ইংল্যান্ডে প্রতিবছর ৩ হাজার ৬০০ রোগীকে এই প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া হয়।

নতুন এই টিকা আবিষ্কারের ফলে ক্যান্সার চিকিৎসায় এখন আর খুব বেশি সময় লাগবে না, রোগীদের খুব বেশি কষ্টও হবে না। সাধারণ শিরার মাধ্যমে অ্যাটেজোলিজুমাব গ্রহণের প্রক্রিয়ায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লাগে কিন্তু এই টিকায় সেই সময় মাত্র ৭ মিনিটে নামিয়ে আনা সম্ভব হবে।

তবে যারা অ্যাটেজোলিজুমাবের পাশাপাশি কেমোথেরাপিও নেন, তাদের ক্ষেত্রে এই টিকার ব্যবহার এখনই করা সম্ভব হবে না। তাদের শিরার মাধ্যমেই দীর্ঘ সময় ধরে এই ওষুধ নিতে হবে। এই ওষুধটি সাধারণত চেকপয়েন্ট ইনহিবিটর বা একটি প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। যা দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকরী করে করে ক্যান্সার কোষ খুঁজে বের করে সেগুলোকে মেরে ফেলতে সহায়তা করে। সূ্ত্র : দ্য গার্ডিয়ান

এমটিআই

Wordbridge School
Link copied!