• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নিউরোসায়েন্সেস থেকে সরিয়ে দেওয়া হলো ডা. কাজী দ্বীন মোহাম্মদকে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:০৪ পিএম
নিউরোসায়েন্সেস থেকে সরিয়ে দেওয়া হলো ডা. কাজী দ্বীন মোহাম্মদকে

ডা. কাজী দ্বীন মোহাম্মদ ও নতুন পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ

ঢাকা : রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হলো অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদকে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। 

পৃথক প্রজ্ঞাপনে হাসপাতালটির নতুন পরিচালকের নাম ঘোষণা করা হয়েছে। নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হলেন অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। তিনি ঢাকা মেডিকেলে কলেজের নিউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এমটিআই

Wordbridge School
Link copied!