• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিসেম্বরে টিকা প্রদান শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৩, ২০২০, ১২:৫১ পিএম
ডিসেম্বরে টিকা প্রদান শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে

ঢাকা : যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হতে পারে। দেশটির কোভিড-১৯ টিকা কর্মসূচির প্রধান ড. মনসেফ স্লায়ুই রোববার এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

ড. মনসেফ বলেন, টিকা অনুমোদিত হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রদানের স্থানে পাঠানোর পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতির মধ্যেই এ খবর জানালেন তিনি।

মার্কিন কোম্পানি ফাইজার ও তাদের সহযোগী প্রতিষ্ঠান বায়োএনটেক শুক্রবার জরুরি ব্যবহারের জন্য সরকারের কাছে অনুমোদন চেয়ে আবেদন করেছে।

আবেদনের বিষয়ে ১০ ডিসেম্বর বৈঠক করার কথা রয়েছে এফডিএ’র কর্মকর্তাদের। এর দু’এক দিনের মধ্যেই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হতে পারে বলে আশাবাদী ডা. মনচেফ স্লাউয়ি।

এদিকে যুক্তরাষ্ট্রের আগেই ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়ে দিতে পারে যুক্তরাজ্য। এ জন্য আগামী ১ ডিসেম্বরের মধ্যেই ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) প্রস্তুত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৫ হাজারের বেশি মানুষের।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!