• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথম ট্রায়ালেই একসঙ্গে ক্যানসার মুক্ত ১৮ রোগী!


আন্তর্জাতিক ডেস্ক জুন ৮, ২০২২, ০৪:৩৫ পিএম
প্রথম ট্রায়ালেই একসঙ্গে ক্যানসার মুক্ত ১৮ রোগী!

ঢাকা : মলদ্বারের (কোলন) ক্যানসারে আক্রান্ত ১৮ জন রোগী চিকিৎসায় সম্প্রতি অলৌকিক একটি ঘটনার সাক্ষী হয়েছেন। পরীক্ষামূলক চিকিত্সায় সবার শরীর থেকে অদৃশ্য হয়ে গেছে ক্যানসার! ফলাফলটি চিকিৎসা বিজ্ঞানের জগতে আলোড়ন সৃষ্টি করেছে।

নিউইয়র্ক টাইমসের জানায়, ক্লিনিকাল ট্রায়ালে থাকা রোগীরা প্রায় ছয় মাস ধরে ‘ডোস্টারলিম্যাব (Dostarlimab)’ নামে একটি ওষুধ খেয়েছিলেন। ট্রায়াল শেষে তাদের প্রত্যেকেরই ক্যানসার নির্মূল হয়েছে।

ডোস্টারলিম্যাব হল ল্যাবরেটরি-উত্পাদিত এমন একটি ওষুধ যা মানবদেহে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে। মলদ্বার ক্যানসার আক্রান্ত ১৮ জন রোগীকে একই ওষুধ দেওয়া হয়েছিল। চিকিত্সার ফলাফলে প্রতিটি রোগীর শারীরিক পরীক্ষার মাধ্যমে দেখা যায় ক্যানসার সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে।

নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের ডা. লুইস এ. ডিয়াজ জে বলেন, ক্যানসারের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটেছে।

নিউ ইয়র্ক টাইমসের মতে, ক্লিনিকাল ট্রায়ালের সঙ্গে জড়িত রোগীদের ক্যানসার নির্মূলের জন্য কেমোথেরাপি, রেডিয়েশন এবং অস্ত্রোপচারের প্রচলিত চিকিত্সা মুখোমুখি হতে হয়নি। এসব চিকিৎসায় অন্ত্র, প্রস্রাব এবং যৌন ডিসফাংশন হতে পারে। সৌভাগ্যক্রমে ওই ১৮ জন রোগীকে এর কোনোটির মধ্যে দিয়েই যেতে হয়নি। শুধুমাত্র ওষুধ সেবন করেই পুরোপুরি সেরে উঠেছেন তারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!