• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জেলেনস্কির পর এবার তুরস্কে সফরে যাচ্ছেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৮, ২০২৩, ০১:২২ পিএম
জেলেনস্কির পর এবার তুরস্কে সফরে যাচ্ছেন পুতিন

ঢাকা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফরের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগস্টে দেশটি সফরে যাচ্ছেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথম তিনি তুরস্ক সফর করবেন।

শনিবার (৮ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ তথ্য নিশ্চিত করেছেন।

সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, আগামী মাসে পুতিন তুরস্ক সফর করবেন।

তিনি বলেন, তিনি রুশ শাসকের সঙ্গে বন্দিবিনিময় নিয়ে আলোচনা করবেন।

ইউক্রেন যুদ্ধ শুরু করার জন্য রাশিয়াকে দুষছেন পশ্চিমারা। তবে তুরস্ক এ ক্ষেত্রে মস্কো ও কিয়েভের সঙ্গে সমান সম্পর্ক বজায় রেখে আসছে। দুপক্ষকে এক টেবিলে বসাতেও ভূমিকা রেখেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!