• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মিশরে পুলিশ সদর দপ্তরে ভয়াবহ আগুন, আহত ২৫


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২, ২০২৩, ১২:১০ পিএম
মিশরে পুলিশ সদর দপ্তরে ভয়াবহ আগুন, আহত ২৫

ঢাকা : মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২৫জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এবং জরুরি পরিষেবাগুলো।

সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা ও রয়টার্স।

স্থানীয় সময় সোমবার ভোরে ইসমাইলিয়ার সুয়েজ খাল প্রদেশের বহুতল পুলিশ সদর দপ্তরে আগুন ছড়িয়ে পড়ে। সিভিল ডিফেন্স সূত্র জানায়, আগুনে ভবনের সামনে কিছু অংশ ধসে পড়েছে।

মিশরীয় অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে অন্তত ২৫ জন আহত হয়েছে।

দু'জন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান যে, আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের প্রচণ্ড লড়াই করতে দেখা গেছে। তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলা হয় যে তিন ঘণ্টারও বেশি সময় পরে এটি নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মারাত্মক আগুন মিশরে একটি সাধারণ ঘটনা, কারণ সেখানের অনেক ভবন জরাজীর্ণ এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।

এর আগে ২০২২ সালের আগস্টে, শর্ট সার্কিটের কারণে এক অগ্নিকাণ্ডে কায়রোর একটি গির্জায় ৪১ জন উপাসক নিহত হয়েছিল। সে সময় দেশের অবকাঠামো এবং ফায়ার ব্রিগেডকে উন্নত করার আহ্বান জানিয়েছিলো দেশটির জনগণ।

এমটিআই

Wordbridge School
Link copied!