• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আর ৩ ভোট পেলেই জয়ী ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৬, ২০২৪, ০৩:০৬ পিএম
আর ৩ ভোট পেলেই জয়ী ট্রাম্প

ঢাকা: দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউজ জয়ের পথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট পেতে ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ৩ ইলেক্টোরাল ভোট৷ 

এরইমধ্যে নিজেকে বিজয়ী ঘোষণা করে সমর্থকদের উদ্দেশে বক্তৃতাও দিয়েছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বেশ কয়েকটি রাজ্য এখনও ভোট গণনা চললেও, কমলা হ্যারিসের জয়ের সম্ভাবন নেই বললেই চলে। বলা যায়, ট্রাম্পের প্রচারণা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছে, তবে এটি স্পষ্ট যে ট্রাম্প বিজয় থেকে মাত্র কয়েক ধাপ দূরে রয়েছেন।

ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে তিনি হবেন মার্কিন ইতিহাসের দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট, যিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার তৃতীয়বারের নির্বাচনী লড়াইয়ে জয়ী হয়েছেন।  

অর্থ্যাৎ, ২০১৬ সালে প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমে জয়ী হয়েছিলেন ট্রাম্প। এরপর ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান। তবে এবার দ্বিতীয়বারের মতো আবার হোয়াইট হাউজের বাসিন্দা হতে যাচ্ছেন তিনি।

মার্কিন ইতিহাসে প্রথম ব্যক্তি হলেন গ্রোভার ক্লিভল্যান্ড। যিনি যুক্তরাষ্ট্রের ২২ তম এবং ২৪ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক সবশেষ প্রকাশিত ফল অনুযায়ী, প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জনের দৌড়ে এখন পর্যন্ত ২৬৭টি পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৪ ভোট। 

আইএ

Wordbridge School
Link copied!