• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রাম্পের বাড়িতে ঢুকলে বের হতে চান না ইলন মাস্ক


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৫, ২০২৪, ০৭:১০ পিএম
ট্রাম্পের বাড়িতে ঢুকলে বের হতে চান না ইলন মাস্ক

ঢাকা : নির্বাচনে জয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোতে টেক জায়ান্ট ইলন মাস্কের যাতায়াত বেড়েছে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে প্রযুক্তি খাতের ধনকুবের ক্রমেই যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

এদিকে নিজের বাড়িতে মাস্কের নিয়মিত উপস্থিতি নিয়ে রসিকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর ফ্লোরিডার পাম বিচে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট গালায় ভাষণে ট্রাম্প প্রযুক্তি বিলিয়নিয়ারকে নিয়ে এ রসিকতায় মেতে উঠেন। মাস্ককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সে জায়গাটি পছন্দ করেছে’।

ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক ও তার সন্তানের সঙ্গে ছবি প্রকাশ করেছে লিখেছে, ‘আঙ্কেল সমতুল্য ইলন।’

মার-এ-লাগোতে নিয়মিত যাতায়াত করায় গত বুধবার হাউস রিপাবলিকানদের এক বৈঠকে ট্রাম্প কার্যত একই রসিকতা করেছিলেন। তিনি বলেন, ‘ইলন, কী কাজ, কী কাজ? বাড়ি যাবেন না। আমি তার থেকে মুক্তি পেতে পারি না, অন্তত যতক্ষণ না আমি তাকে পছন্দ করি।’

‘সে অসাধারণ, একজন ভালো মানুষ। সে এই জায়গাটি পছন্দ করে। আমি তাকে এখান থেকে বের করতে পারব না,’ বলেন ট্রাম্প।

ট্রাম্পের পক্ষে সরকারের দক্ষতার দিকে নজর দেওয়া মাস্ক প্রেসিডেন্ট-নির্বাচিত হওয়ার পরপরই মঞ্চে উঠেছিলেন। উপস্থিত সকলকে মাস্ক বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, আমাদের যা প্রয়োজন তা হলো সাধারণ জ্ঞান। এটা আগের মতো ব্যবসা হবে না। এটা একটা বিপ্লব হতে যাচ্ছে।’

এক প্রতিবেদনে বলা হয়, মাস্ক ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডার মার-এ-লাগোতে ‘প্রায় প্রতিদিন’ সময় কাটিয়েছেন। এমনকি ১৭ বছর বয়সী নাতনি কাইয়ের সঙ্গে ট্রাম্পের গলফ খেলায় যোগ দেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের আলোচনাসহ বিশ্ব নেতাদের সঙ্গেও আলোচনায় বসেছেন এই ধনকুবের। প্রচারণার পথেও মাস্কের সার্বক্ষণিক উপস্থিতি ছিল। ট্রাম্পপন্থী এ বিলিওনেয়ার আমেরিকা প্যাক প্রতিষ্ঠা করেছিলেন।

এমটিআই

Wordbridge School
Link copied!