• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়েছে ৭২ হাজার এলাকা


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৫, ২০২৫, ১০:২৪ এএম
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়েছে ৭২ হাজার এলাকা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘গিফোর্ড’ দাবানলে ৭২ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সহস্রাধিক দমকলকর্মী। বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজন আহত হয়েছেন।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ‘গিফোর্ড’ দাবানল শুরু হয় শুক্রবার বিকালে এবং তা লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্ট এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এতে স্যান্টা বারবারা এবং স্যান লুইস ওবিসপো কাউন্টিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্যাল ফায়ারের তথ্যানুসারে, সোমবার পর্যন্ত দাবানলটি ৭২ হাজার ৪৬০ একর এলাকায় বিস্তৃত হয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র ৩ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

যদিও আগুন মূলত ঘন ঝোপঝাড় ও দুর্গম পাহাড়ি অঞ্চলে সীমাবদ্ধ, তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৪৬০টি স্থাপনা এই দাবানলের হুমকির মুখে রয়েছে। বিশেষ করে ঘাসে ঢাকা এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

স্যান্টা বারবারা এবং স্যান লুইস ওবিসপো কাউন্টির বিভিন্ন অংশে এখনো বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা এবং সতর্কতা বলবৎ রয়েছে। হাইওয়ে ১৬৬ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ রাস্তাটির দুই পাশেই আগুন ছড়িয়ে পড়েছে।

শনিবার কর্মকর্তারা জানান, আগুনে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বেসামরিক নাগরিক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর দুজন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী, যারা ইউটিভি (ইউটিলিটি টাস্ক ভেহিকল) দুর্ঘটনায় আহত হয়েছেন।


স্যান্টা বারবারা কাউন্টির বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কুইয়ামা এবং আশপাশের এলাকায় বায়ুমান সতর্কতা বলবৎ থাকবে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, “যদি আপনি বাতাসে ধোঁয়া দেখেন বা গন্ধ অনুভব করেন, তাহলে সতর্ক থাকুন। হৃদরোগী, শ্বাসকষ্টে ভোগা ব্যক্তি, বয়স্ক, গর্ভবতী নারী ও শিশুদের বাইরে থাকার সময় সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ধোঁয়া বা ধূলিকণার মাত্রা বেশি হলে বাইরের শরীরচর্চা এড়িয়ে চলুন।

ক্যাল ফায়ার জানিয়েছে, গিফোর্ড দাবানলের উৎস অনুসন্ধানের কাজ চলছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে বিমান থেকেও অগ্নিনিরোধক স্প্রে করা হচ্ছে।

উল্লেখ্য, ‘গিফোর্ড’ দাবানলের অবস্থান ‘মাদ্রে’ দাবানলের পশ্চিমে, যেখানে ৮০ হাজার একর এলাকা পুড়িয়ে ২৬ জুলাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

এদিকে, সোমবার দুপুরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও দুটি দাবানলের সূত্রপাত হয়েছে। রিভারসাইড কাউন্টিতে শুরু হওয়া ‘রোসা’ দাবানলে এখন পর্যন্ত ১,২০০ একরের বেশি এলাকা পুড়েছে।

অন্যদিকে, স্যান বার্নার্ডিনো কাউন্টিতে শুরু হওয়া ‘গোল্ড’ দাবানল এখন পর্যন্ত ৩৪৮ একর এলাকা গ্রাস করেছে এবং এটি এখনও একেবারেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

ওএফ

Wordbridge School
Link copied!