• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমেরিকায় সুপারশপে গুলিতে এক শিশুসহ নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১২, ২০২৫, ১১:০০ এএম
আমেরিকায় সুপারশপে গুলিতে এক শিশুসহ নিহত ৩

ঢাকা: আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে সুপারশপে গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে অস্টিনের রিসার্চ বুলেভার্ডে অবস্থিত বিপণন প্রতিষ্ঠান ‘টার্গেট’ স্টোরের পার্কিং লটে এ গুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অস্টিন পুলিশ জানায়, ৩২ বছর বয়সী ওই সন্দেহভাজন প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়লে তিনি নিকটস্থ একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করেন। পরে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পালানোর সময় প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আটক করে।

এখনও হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

ওএফ

Wordbridge School
Link copied!