• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিউইয়র্কে ক্লাবে বন্দুক হামলা: নিহত ৩, আহত ১১


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৮, ২০২৫, ০৯:২৭ এএম
নিউইয়র্কে ক্লাবে বন্দুক হামলা: নিহত ৩, আহত ১১

ঢাকা: আমেরিকার নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকার টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের ওই ক্লাবে হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ। আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুলিশ কমিশনার জেসিকা টিসচ সাংবাদিকদের জানান, হামলায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ক্লাবের কাছের একটি রাস্তায় একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে, যা পরীক্ষা করছে পুলিশ।

তিনি আরও বলেন, এ বছর নিউইয়র্ক শহরে বন্দুক সহিংসতার ঘটনা রেকর্ড পরিমাণ কম হলেও এই হামলাটি বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। “নিউইয়র্ক শহরের ইতিহাসে চলতি বছরের প্রথম সাত মাসে সবচেয়ে কম গুলির ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার গভীর তদন্ত করব,” যোগ করেন কমিশনার জেসিকা।

এর আগে গত মাসে ম্যানহাটানে একটি ভবনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন। পরে ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।

ওএফ

Wordbridge School
Link copied!