• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার, ৯৯ শতাংশই ২ দেশের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১২, ২০২৫, ১১:২১ পিএম
সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার, ৯৯ শতাংশই ২ দেশের

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে সৌদি আরবজুড়ে চলমান অভিযানে ২১ হাজারেরও বেশি বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১২ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন প্রদেশে যৌথ অভিযান চালিয়ে মোট ২১ হাজার ৪০৩ অভিবাসীকে আটক করা হয়। এই অভিযানকে সৌদি সরকারের ঘোষিত দেশব্যাপী নিরাপত্তা তৎপরতার অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আটককৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২ হাজার ৪৩৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৪ হাজার ৬৫০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৪ হাজার ৩১৪ জন রয়েছেন।

এছাড়া, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৮৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ইয়েমেনের নাগরিক ৪৫ শতাংশ, ইথিওপিয়ার নাগরিক ৫৪ শতাংশ এবং অন্যান্য দেশের নাগরিক ১ শতাংশ বলে জানানো হয়েছে—অর্থাৎ আটককৃতদের প্রায় ৯৯ শতাংশই এই দুই দেশের।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরও ৩৬ জন অভিবাসীকে আটক করা হয়। পাশাপাশি অবৈধ শ্রমিক ও প্রবাসীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে ২৯ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩১ হাজার ৩৪৪ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৯ হাজার ৮৪০ জন পুরুষ এবং ১ হাজার ৫০৪ জন নারী বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এম

Wordbridge School
Link copied!