• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৭, ২০২৫, ১০:০১ এএম
সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাতিসংঘ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এর ফলে আগামী সপ্তাহে নির্ধারিত তার যুক্তরাষ্ট্র সফরে আর কোনো বাধা থাকছে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর বিরত থাকে শুধু চীন।

প্রেসিডেন্ট আহমেদ আল শারার পাশাপাশি সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই সিদ্ধান্তের ফলে আগামী সোমবার (১০ নভেম্বর) প্রথমবারের মতো কোনো সিরীয় প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার পথ উন্মুক্ত হলো আহমেদ আল শারার জন্য।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর এই সফরকে দুই দেশের সম্পর্কোন্নয়নের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এম

Wordbridge School
Link copied!