ফাইল ছবি
ঢাকা: উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী কৌশলগত অঞ্চল শিলিগুড়ি করিডোরে (চিকেন নেক) সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা, চীনের সম্ভাব্য তৎপরতা ও দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের প্রেক্ষিতে এই সতর্কতা বাড়ানো হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে এই করিডোরের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের চার প্রধান সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থা, আর্মি ইন্টেলিজেন্স, সিআইএসএফ, আরপিএফ, জিআরপি, বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও), কেন্দ্রীয় সড়ক দপ্তর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ এবং রাজ্য পুলিশের প্রতিনিধিরা।
সূত্র জানায়, বৈঠকে চিকেন নেক করিডোরে নজরদারি কঠোর করতে সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো, প্রধান যোগাযোগ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং গোটা করিডোরজুড়ে নজরদারি প্রযুক্তি আধুনিকায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র নির্ভরযোগ্য এই করিডোর যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি থেকে রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আগামীতে করিডোরজুড়ে নজরদারি ও নিরাপত্তা চেকপোস্টে কঠোরতা আরও বাড়ানো হবে।
এসআই







































