• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৭, ২০২৫, ০৮:০৯ এএম
হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪

হংকংয়ের তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪-এ পৌঁছেছে। বুধবার (২৬ নভেম্বর) ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় অগ্নিকাণ্ড শুরু হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ওয়াং ফুক কোর্ট নামে পরিচিত ওই আবাসিক কমপ্লেক্সের তিনটি বহুতল ভবনের বাইরের বাঁশের মাচায় প্রথম আগুন দেখা দেয়। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক ও দুই হাজারের বেশি ফ্ল্যাট নিয়ে গঠিত কমপ্লেক্সটিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪০ জন, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন অন্তত ৪৫ জন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার গতি ছিল অস্বাভাবিক। ফলে অনেক বাসিন্দা বের হয়ে আসার সুযোগ পাননি। প্রাথমিক তদন্তে ভবনের ভেতরে পলিস্টাইরিনসহ নানা দাহ্য উপকরণ এবং মানসম্মত নয় এমন প্লাস্টিক কভার, সেফটি নেট ও ক্যানভাস পাওয়া গেছে—যা আগুনের তীব্রতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

এ ঘটনার পর এখন পর্যন্ত একটি নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নিরাপত্তা নীতিমালা মানতে ব্যর্থতা এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন কোম্পানির পরিচালক এবং একজন পরামর্শক।

এর আগে কর্তৃপক্ষ ৩৬ জনের মৃত্যুর কথা জানালেও নিখোঁজের সংখ্যা ছিল প্রায় ২৮০ জন। ফলে কর্মকর্তারা আশঙ্কা করছেন, উদ্ধারকাজ সম্পন্ন হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এম

Wordbridge School
Link copied!