• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে বাংলাদেশ হাইকমিশনের ২ ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:২৭ পিএম
ভারতে বাংলাদেশ হাইকমিশনের ২ ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের শত শত কর্মী এই বিক্ষোভে অংশ নেন।

বাংলাদেশে এক হিন্দু ধর্মাবলম্বী দিপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দাবি করেন আয়োজকেরা। বিক্ষোভকারীরা গেরুয়া পতাকা হাতে স্লোগান দিতে দিতে কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পুলিশের বসানো অন্তত দুটি স্তরের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের বিক্ষোভকারীদের ঠেকাতে হিমশিম খেতে দেখা যায়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানো হয় বলেও জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে এলাকা থেকে সরিয়ে নেয়। পরে নতুন করে ব্যারিকেড বসিয়ে বাংলাদেশ হাইকমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় হাইকমিশনের সামনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন রাখা হয়। সূত্র: দ্য হিন্দু

এসএইচ 
 

Wordbridge School
Link copied!