• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের দামে বড় উল্লম্ফনের পূর্বাভাস, কত বাড়তে পারে?


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২৬, ০৭:৪৬ পিএম
স্বর্ণের দামে বড় উল্লম্ফনের পূর্বাভাস, কত বাড়তে পারে?

ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের চতুর্থ প্রান্তিকে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৮০০ ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে মরগান স্ট্যানলি। যা গত বছরের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। এর পেছনে কারণ হিসেবে প্রতিষ্ঠানটি সুদের হার কমে আসা, ফেডারেল রিজার্ভে নেতৃত্বের পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংক ও তহবিলগুলোর ক্রয় কার্যক্রমের কথা উল্লেখ করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

মরগান স্ট্যানলি আরও বলেছে, সপ্তাহান্তে ভেনেজুয়েলায় ঘটে যাওয়া ঘটনাগুলো নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়াতে পারে। 

গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড প্রতি আউন্স ৪ হাজার ৫৪৯.৭১ ডলারে পৌঁছায়। ২০২৫ সাল শেষে স্বর্ণের দাম ৬৪% বেড়ে বন্ধ হয়, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি।

ব্যবসায়ীরা অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার সময়ে স্বর্ণকে একটি নিরাপদ মূল্য সংরক্ষণ হিসেবে দেখেন। এছাড়া কম সুদের পরিবেশে স্বর্ণ ভালো পারফর্ম করে। কারণ তখন এর সুদ না দেওয়ার বৈশিষ্ট্যটি আর্থিকভাবে তুলনামূলক কম অসুবিধাজনক হয়ে ওঠে।

রূপার ক্ষেত্রে ব্যাংকটি বলছে চলতি বছরের শুরু থেকে কার্যকর হওয়া চীনের রপ্তানি লাইসেন্স সংক্রান্ত শর্তগুলো রূপার ক্ষেত্রে “ঊর্ধ্বমুখী ঝুঁকি” বাড়িয়েছে।

শিল্প ও বিনিয়োগকারীদের চাহিদা বৃদ্ধি এবং কাঠামোগত বাজার ঘাটতির কারণে ২০২৫ সালে রূপা তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বার্ষিক বৃদ্ধি রেকর্ড করেছে, দাম বেড়েছে ১৪৭%।

বেস মেটালস খাতের ক্ষেত্রে, ব্যাংকটি অ্যালুমিনিয়াম ও তামাকে অগ্রাধিকার দিয়েছে, কারণ উভয় ধাতুই সরবরাহ চ্যালেঞ্জ ও বাড়তি চাহিদার মুখে রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!