• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের স্থান নেই: নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২০, ২০২৬, ১০:০৩ এএম
গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের স্থান নেই: নেতানিয়াহু

যুদ্ধ-পরবর্তী গাজায় মোতায়েন হতে যাওয়া আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের অন্তর্ভুক্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গত বছর সম্পাদিত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বাহিনীতে বিভিন্ন দেশের সেনা সদস্য থাকার কথা থাকলেও তাতে তুরস্ক ও কাতারের অংশগ্রহণের সুযোগ থাকবে না বলে জানান নেতানিয়াহু।

সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের মূল লক্ষ্য হলো হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং গাজা উপত্যকাকে অস্ত্রমুক্ত করা। এ প্রসঙ্গে তিনি বলেন, “গাজায় কোনো তুর্কি বা কাতারি সেনার অবস্থানের প্রশ্নই ওঠে না।”

তবে কোন কোন দেশ এই আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তালিকা প্রকাশ করা হয়নি। প্রস্তাবিত বাহিনীর দায়িত্ব হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাসের পরিবর্তে দায়িত্ব নেওয়ার জন্য একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক বাহিনীর নেতৃত্বে দেশটির সেনাবাহিনীর মেজর জেনারেল জাসপার জেফার্সকে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।

Wordbridge School
Link copied!