• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৬তম শিক্ষক নিবন্ধনসহ দ্রুত তৃতীয় গণবিজ্ঞপ্তি চাই


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৩:৩৯ পিএম
১৬তম শিক্ষক নিবন্ধনসহ দ্রুত তৃতীয় গণবিজ্ঞপ্তি চাই

ফাইল ফটো

ঢাকা: গত বছরের ১১ নভেম্বর প্রায় ১ বছর পর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। যদিও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর পরীক্ষা নীতিমালায় সর্বোচ্চ ২ মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা রয়েছে।

এনটিআরসিএ গত বছরের ১২ ডিসেম্বর হতে ১৬তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থীবৃন্দের ভাইভা পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে (দুই শিফটের পরিবর্তে এক শিফট করে) নেয়া শুরু করে। পূর্বের নিবন্ধনের ভাইভা মাত্র ২ মাসের মধ্যে শেষ করে থাকলেও এই ব্যাচের জন্য দীর্ঘ ৫ মাসের ভাইভা সিডিউল ঘোষণা করে।

এনটিআরসি’এ মার্চ মাসে ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইভা ১২ এপ্রিল ২০২১ শেষ হবে। মাত্র ১ মাসের ব্যবধানে ৩য় গণবিজ্ঞপ্তিতে যুক্ত হতে না পারলে অনেকেরই বয়স ৩৫ বছর পার হয়ে যাবে। ৩৫ বছর পার হয়ে গেলে কেউ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে পারবেনা। তাদের শিক্ষক হবার
স্বপ্ন ভেঙে যাবে। 

২ বছর পার হয়ে গেছে। এখনো ১৬তম ব্যাচের ভাইভা শেষ করতে পারেনি। ২য় থেকে ৩য় গণবিজ্ঞপ্তির (আসন্ন) সময়কালের পার্থক্য ২ বছরেরও বেশি। সুতরাং, ৩য় গণবিজ্ঞপ্তি হয়ে গেলে ৪র্থ গণবিজ্ঞপ্তি আসতে আরো ২ বছর লেগে যাবে।

আমাদের দাবী, ১৬তম শিক্ষক নিবন্ধনসহ (প্রয়োজনে ভাইভা ২ শিফট করে এগিয়ে নিয়ে দ্রুত শেষ করে) ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

মো. ইকবাল হাসান 
সাধারণ সম্পাদক, ১৬তম শিক্ষক নিবন্ধন পরিবার কমিটি

 

Wordbridge School
Link copied!