• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫৭ হাজার প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করছে এনটিআরসিএ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২১, ১১:৫২ এএম
৫৭ হাজার প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করছে এনটিআরসিএ

ফাইল ফটো

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বলেছেন, ‘বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে টেকনিক্যাল কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করতে একটু সময় লাগছে। সেজন্য চাকরি প্রত্যাশীদের আরেকটু ধৈর্য ধরতে হবে। শিগগিরই নিয়োগ প্রত্যাশীরা সুখবর পাবেন।’

মঙ্গলবার (১৬ মার্চ) গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে এসব কথা জানান এনটিআরসিএ চেয়ারম্যান।

তিনি বলেন, গণবিজ্ঞপ্তির পক্ষে-বিপক্ষে অনেকগুলো গ্রুপ কাজ করছে। এই অবস্থায় যদি কবে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই তারিখ ঘোষণা করে দেই, তাহলে অনেক সমস্যা হতে পারে। গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ পিছিয়ে যেতে পারে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের কাজ পিছিয়ে যাক সেটি এনটিআরসিএ চায় না। সেজন্য এই মুহূর্তে তারিখ ঘোষণা করতে পারছি না।

আশরাফ উদ্দিন বলেন, আমি চাকরি প্রত্যাশীদের আরেকটু ধৈর্য ধরতে বলব। আমরা সব কাজ গুছিয়ে নিচ্ছি। এটি করতে একটু সময় লাগবে। তবে খুব বেশি সময় লাগবে না। আমরা ৫৭ হাজার প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করছি। সম্পূর্ণ নির্ভুলভাবে নিয়োগ সম্পন্ন করতেই এই কাজ করা হচ্ছে। শিগগিরই নিয়োগ প্রত্যাশীরা সুখবর পাবেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!