• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগ প্রক্রিয়া শুরু, প্রজ্ঞাপন জারি


নিউজ ডেস্ক অক্টোবর ২১, ২০২৫, ০৯:৩৪ এএম
পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগ প্রক্রিয়া শুরু, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে ৪ হাজার নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে এই পদগুলো সৃষ্টির অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে গ্রেড-১৪ এর আওতায় মোট ৪ হাজার এএসআই পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হচ্ছে, যা প্রয়োজন অনুযায়ী বছর বছর সংরক্ষণ করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ইউনিটগুলোর হালনাগাদ সাংগঠনিক কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এছাড়া পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে।

এই পদগুলো ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী পূরণযোগ্য হবে। অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকেই পদগুলো কার্যকর ধরা হবে। নিয়োগ প্রক্রিয়ায় জনপ্রশাসন ও অর্থ বিভাগের নির্ধারিত সব শর্ত এবং আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এম

Wordbridge School
Link copied!